শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

বিলাইছড়িতে দীপংকর তালুকদার এমপিকে গণসংবর্ধনা 

রাঙ্গামাটি প্রতিনিধি  

বিলাইছড়িতে দীপংকর তালুকদার এমপিকে গণসংবর্ধনা 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি সংসদীয় আসনে আ.লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপি পঞ্চমবারের মত এমপি নির্বাচিত হওয়ায় বিলাইছড়ি উপজেলা আ.লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা ও ৫ শতাধিক দরিদ্র অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি দীপংকর তালুকদার।

এসময় রাঙ্গামাটি জেলা আ.লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আ.লীগ সহ সভাপতি শীলা রায়, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার ৫শতাধিক অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

টিএইচ